কলমাকান্দা প্রতিনিধি : ২৫ ডিসেম্বর দিনটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার,আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি আজ উদযাপন করবেন নেত্রকোনার কলমাকান্দার খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিন উদযাপনকে সামনে রেখে খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ। উপাসনালয় ও বাড়িতে আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রায় ৩০টি গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিন পালন উপলক্ষে ছোট-বড় প্রায় ৩৭টি গীর্জা প্রস্তুত করা হয়েছে।

উৎসবের বেশ কয়েকদিন আগ থেকেই উপজেলার বিভিন্ন গীর্জায় ও চার্চে বিরাজ করছে সাজ সাজ রব। দিনটি উপলক্ষে উপজেলার বালুচরা ক্যাথলিক মিশন, বরুয়াকোণা মিশন, ব্যাষ্টিষ্ট মন্ডলী, জিবিসি ব্যাপিষ্ট চার্চসহ ৩৭টি চার্চে থাকছে নানা আয়োজন। প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন ভক্তরা। আজ রোববার যীশুর জন্মদিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত শনিবার রাত থেকেই।

এদিকে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করার লক্ষ্যে কলমাকান্দার সীমান্তবর্তী এলাকায় জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। উপাসনালয় গুলোর চারপাশে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। কোনো ধরনের নাশকতা না ঘটে সে লক্ষ্যে সবগুলো গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের গৃহিনী মীনা রাংসা বলেন, ‘বড়দিনের আনন্দ ভাগ করে নিতে বিভিন্নস্থান থেকে আমাদের আত্মীয়-স্বজনরা বাড়িতে এসেছেন।

আমরা ঘর সাজিয়েছি, ক্রিসমাস ট্রি সাজিয়েছি, গোশালা তৈরি করেছি। অতিথিদের জন্য পিঠাপুলি, পায়েসসহ বিভিন্ন খাবার তৈরি করেছি। উপজেলার নলছাপ্রা গ্রামের হাস্য ঘাগ্রা জানান, বড়দিন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর পক্ষ থেকে প্রতিটি গীর্জায় ও উপাসনালয়ের উৎসব ব্যবস্থাপনা কমিটির নিকট পৌঁছে দেওয়া হয়েছে মিষ্টি ।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, বড়দিন উৎসবমুখর পরিবেশে পালন ও উদযাপন করার লক্ষ্যে উপজেলায় রয়েছে পুলিশের কঠোর অবস্থান ও নজরদারি। এ বিষয়ে কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন , বড়দিন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জা ও উপাসনালয়ের উৎসব ব্যবস্থাপনা কমিটির নিকট জিআর ৫০০কেজি চাল করে অনুদান দেওয়া হয়েছে।