ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ আজ ২৪ ডিসেম্বর শনিবার সকালে ঝিনাইগাতীর ডেফলাই গ্রামের বেদে পল্লী ও শুভ বড়দিনের গীর্জা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় বেদে পল্লীর সমস্যা নিয়ে পল্লীর সদস্যদের সাথে এক মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়কালে বেদে পল্লীর সরদার জানান, ঝিনাইগাতীর মূল সড়কের সাথে যাতায়াত ও চলাফেরা সহজ করার জন্য একটি রাস্তা নির্মাণ একান্ত প্রয়োজন। পরিদর্শন শেষে ইউএনও সার্বিক দিক বিবেচনা করে দ্রুত সরকারী প্রকল্পের মাধ্যমে বেদেপল্লীর সাথে মূল সড়কের যোগাযোগ সহজ করার জন্য রাস্তা নির্মাণের আশ্বাস প্রদান করেন।

পরে উপজেলায় বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন করে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা গ্রহণ করে নির্বিঘেœ বড়দিন পালন করার জন্যে আহবান রাখেন।