শফিউল আলম লাভলু : শেরপুরের নকলায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” পালিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রার্থনা ও কেক কাটা এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়। শুভ বড়দিন উপলক্ষে নকলায় তিনটি খ্রিস্টান গীর্জায় শুভেচ্ছা জানিয়ে কেক প্রদান করেছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

শনিবার রাতে পুলিশ সুপারের পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক তদন্ত) মো. ইসকান্দার হাবিব এর নেতৃত্বে পুলিশের একটি দল গীর্জায় উপস্থিত হয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের হাতে বড়দিনের ওই শুভেচ্ছা কেক তুলে দেন। এ সময় এসআই সুমন আহমেদ, পলকসহ গীর্জাার নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জা/উপসনালয়ে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা। থানা পুলিশসহ তীর্থস্থানসমূহ পরিদর্শন করেছি।