কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় চীন ফেরত একজনকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেই সাথে তাদেরকে বাড়ির আলাদা কক্ষে থাকার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আল মামুন শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি কলমাকান্দায় চীন ফেরত ১জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সার্বক্ষণিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের খোঁজ খবর রাখছেন। তবে হোমকোয়ারেনটাইনে থাকা চীন ফেরত ব্যক্তিটি ভাল আছেন বলে জানান ডা: মুহাম্মদ আল মামুন। তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাক্স সরবারহসহ করোনা সংক্রামক রোগীর চিকিৎসা দিতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।