কলমাকান্দা সংবাদদাতা : নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার খৃষ্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড়দিন জাকজমক ভাবে উদযাপিত হচ্ছে। উপজেলার কলমাকান্দায় ৩৭ টি গীর্জা ও দুর্গাপুর উপজেলার ৫৭টি গীর্জা ধর্মীয় পরিবেশে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি গীর্জা ব্যাপক আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। খ্রীষ্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা অত্যান্ত ভাব গাম্ভীর্য পরিবেশে সকল অনুষ্টানে সমবেত হয়েছেন।

নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি নির্বাচনী এলাকার সকল গীর্জায় মিষ্টির প্যাকেট উপহার পাঠিয়েছেন। এছাড়া তিনি নির্বাচনি এলাকার সকল গীর্জায় ব্যাক্তিগত ভাবে উপস্থিত হয়ে সকলের সহিত বড়দিনের শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন ও আদিবাসী নেতা বদুয়েল চিসিম সহ ও ভাতৃ প্রতিম সংগঠন সমূহের নেতাকর্মীগন উনার সফর সঙ্গী ছিলেন। পুলিশ প্রশাসন সকল গীর্জায় নিরাপত্তা নিশ্চিত করেছেন।