স্পোর্টস ডেস্ক : বড়দিনের ছুটিতে রোববারের সকালেও নিস্তব্ধতা নেমেছে ঢাকার রাস্তায়। যদিও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অঙ্গনে উঠেছিল আনন্দের ঢেউ। তবে সেটিও মিলিয়ে গেছে বেলা গড়ানোর সঙ্গে। টেস্টে ভারতের বিপক্ষে ইতিহাসের খুব কাছে গিয়েও পারল না বাংলাদেশ। মিরপুর টেস্টে সাকিব আল হাসানের দল হেরেছে ৩ উইকেটে। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শুরু করে সফরকারীরা। দিনের শুরুতেই সাকিবের হাত ধরে এলো সাফল্য পায় বাংলাদেশ। তার আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফেরেন ভারতের নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাট।

দলীয় ৭৪ রানের মধ্যে ঋশভ পন্ত ও অক্ষর প্যাটেলকে তুলে নিয়ে পাঁচ উইকেটের স্বাদ পান মেহেদী মিরাজ। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১০০ রান, বাংলাদেশের ৬ উইকেট। এমন সমীকরণে চতুর্থ দিনের প্রথম ঘণ্টা নিজেদের নামে লিখেছিল স্বাগতিকরা। স্পিন ঘূর্ণিতে সফরকারীদের ৩ উইকেট তুলে নিয়েও পরের সমীকরণ মেলাতে পারেনি। শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে আবারও ভারতের সঙ্গে আফসোসে পুড়তে হলো বাংলাদেশকে।

এরপর আইয়ার-অশ্বিনের জুটিতে প্রতিরোধ গড়ে ভারত। প্রাণপণ চেষ্টায় এই জুটিকে টলাতে পারেননি বাংলাদেশি বোলাররা। শেষ অবধি অষ্টম উইকেট তাদের অবিচ্ছেদ্য ৭১ রানের জুটিতে ৩ উইকেটে ম্যাচ জেতে ভারত, সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজটাও জিতে নিয়েছে সফরকারীরা। ৪৬ বলে অপরাজিত ২৯ রান করেন আয়ার ও ৬২ বলে ৪২ রান অশ্বিনের।