গোলাম রব্বানী টিটু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে পালিত হয়েছে। উপজেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় ১৮টি গীর্জায় রবিবার সকালে প্রার্থনা, কেক কাটা, আলোচনা ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে ধর্মাবলম্বীদেরকে।
সকালে মরিয়মনগর গীর্জায় শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন ও মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার ডেভিড বিপুল দাস সিএইচসি। জেলা প্রশাসক সাহেলা আক্তার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন ও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে স্বাধীন ভাবে ধর্ম পালনের আহবান জানান। পরে মরিয়মনগর ধর্মপল্লীর শিক্ষা প্রতিষ্ঠান, পুকুর সবজির বাগান পরিদর্শন করে তাদের সমস্যার কথা শুনে তাদের আয়ের খোঁজখবর নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, তদন্ত ওসি আবুল কাশেম, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসিম ¤্রং, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান সহ অনেকেই উপস্থিত ছিলেন।