নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান চাল সংগ্রহ ২০২২-২০২৩খ্রি: উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এ ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা আখির উদ্দিন, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, এবার নালিতাবাড়ীতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৬৩ মেট্রিক টন ও চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭২ মেট্রিক টন। এতে উপজেলার ১৯ টি মিল ৬৬৩ মেট্রিক টন চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা ও ধানের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।