মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার বেগুনের খ্যাতি আছে দেশজুড়ে। গতবারের চেয়ে এবার উপজেলায় বেগুনের ভালো ফলন হয়েছে। তবে দাম কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন কৃষকরা। বর্তমানে প্রতি কেজি বেগুন পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। এতে লোকসান হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
হাটের ইজারাদার ও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা বালুর চর, টুপকার চর, ৪ নম্বর চর, ৫ নম্বর চর, ২ নম্বর চর, সাদুপুর, কান্দারপাড়া, কাজাইকাটা, মাহমুদপুরসহ বিস্তীর্ণ চরাঞ্চলে প্রচুর পলিমাটি পড়ে। প্রতি বছর এসব চরে বেগুন চাষ হয়। ধীরে ধীরে বেগুন চাষে খ্যাতি অর্জন করেন এখনকার কৃষকরা।
কৃষকরা বলছেন, উপজেলার বেগুন স্থানীয়দের সবজির চাহিদা পূরণ করে রাজধানীসহ সারা দেশে যাচ্ছে। এ বছর প্রথম দিকে বেগুনের দাম ভালো ছিল। বর্তমানে ২০০ টাকা মণ বিক্রি হচ্ছে। ফলে ভ্যান ভাড়া করে বাজারে এনে বিক্রির খরচই উঠছে না। এ নিয়ে হতাশ তারা।
বেগুনের দাম কম হওয়ায় লোকসান হচ্ছে কৃষকদের এমনটি জানিয়েছেন মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল।
তিনি বলেন, ‘প্রথম দিকে বেগুনের দাম ভালো ছিল। কৃষকদের লাভ হয়েছিল। কিন্তু বর্তমানে সরবরাহ বাড়ায় দাম কমেছে। ২০০ টাকা মণ বিক্রি হচ্ছে। মূলত উৎপাদন বেশি হওয়ায় দাম কমে গেছে। উপজেলায় বিষমুক্ত বেগুন উৎপাদন হয়। কৃষি বিভাগ সবসময় কৃষকদের সহযোগিতা করেছে। এজন্য বেশি ফলন হয়েছে।’