শফিউল আলম লাভলু: রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এ বিভাগীয় পর্যায়ের খেলায় দ্বৈত ক্যাটাগরি চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে আয়োজিত চূড়ান্ত পর্বের খেলায় দ্বৈত ক্যাটাগরিতে ময়মনসিংহ জেলা পুলিশকে হারিয়ে শেরপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়।
দ্বৈত ক্যাটাগরিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক সাইফুল্লাহ'র জুটি অংশগ্রহণ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে রেঞ্জ পর্যায়ে শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া।