বাসাইল সংবাদদাতা :

টাঙ্গাইলের বাসাইলে গাছ চাপায় মো. তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঐ রিকশায় থাকা এক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কাশিল মাদ্রাসা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ওই রিকশা চালক উপজেলার কাশিল গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাশিল মাদ্রাসা এলাকার বাক্কু মিয়ার কয়েকটি গাছ স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করে। গাছগুলি কাটার সময় সড়কের পাশে থাকা একটি গাছের ডাল চাপা পড়ে ওই রিকশা চালক ও এক যাত্রী আহত হন।

আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।