স্পোর্টস ডেস্ক : ৩৬ বছর পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে খুশি বাংলাদেশি সমর্থকেরাও। কাতার বিশ্বকাপে সমর্থন দেয়ার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এর আগে টুইটারেও বাংলাদেশের পতাকা দিয়ে পোস্ট দিয়েছিল দলটির ফেডারেশন। বিশ্বকাপ জয়ের পর দলটির টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিল আর্জেন্টিনা।
এবার বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গবার্দির মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। আনুষ্ঠানিক ধন্যবাদ জানাতে গতকাল গাবার্দিকে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন তাপিয়া। দুজনের মধ্যে প্রায় ২০ মিনিটের মতো আলোচনা হয়। বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাতাল সমর্থন তুলে ধরেছেন গাবার্দি। এ ছাড়া আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
আনুষ্ঠানিক বিবৃতিতে এএফএ জানায়, দক্ষিণ এশিয়ার দেশটিতে আলবিসেলেস্তেদের নিয়ে যে উন্মাদনা রয়েছে সে বিষয়েই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মেসি ও আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জানিয়েছেন গাবারদি। সেই সাথে আকাশি-নীলদের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের সমর্থন ও উদযাপন আমাদের আনন্দিত করেছে- এমনটাই উল্লেখ করা হয় বিবৃতিতে।
২০১১ সালে নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে এসেছিল আর্জেন্টিনা। দলটিকে আবারও আনার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা।