ডেস্ক : রাসূল সা: ঝড় তুফানের সময় এই দোয়া পাঠ করতেন :
আল্লা-হুম্মা হাওয়া-লাইনা অলা ‘আলায়না
অনুবাদ ( হে আল্লাহ ! আমাদের থেকে ফিরিয়ে নাও। আমাদের উপর দিয়ো না)।
এছাড়া তিনি অারো এই দোয়া পাঠ করতেন,
আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফীহা ওয়া খায়রা মা উরসিলাত বিহী; ওয়া আ‘ঊযুবিকা মিন শার্রিহা ওয়া শার্রি মা ফীহা ওয়া মিন শার্রি মা উরসিলাত বিহী’।”
অনুবাদ : হে আল্লাহ! আমি আপনার নিকটে এর মঙ্গল, এর মধ্যকার মঙ্গল ও যা নিয়ে ওটি প্রেরিত হয়েছে, তার মঙ্গল সমূহ প্রার্থনা করছি এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অমঙ্গল হ’তে, এর মধ্যকার অমঙ্গল হ’তে এবং যা নিয়ে ওটি প্রেরিত হয়েছে, তার অমঙ্গল সমূহ হ’তে’।
আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি আল্লাহ পাক যেন এই দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করেন।