অনলাইন ডেস্ক : ময়মনসিংহে অবস্থিত আনন্দমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে আনন্দ মোহন ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে নগরীর গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল মাঠে বর্ষপূতির উদ্বোধন করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মার্টিন বিভাস দে।

কেকাটা, আনন্দ র‍্যালী, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ।

এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য আনন্দ ন্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রায় দেড় হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং পরিবার এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

এদিকে পুরনো বন্ধুদের পেয়ে আনন্দে মেতে উঠেন আনন্দ মোহন কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা। শিক্ষাজীবন শেষে কর্মজীবনে পদার্পনের পর বিভিন্ন কর্মস্থানে ছড়িয়ে পড়া সাবেক শিক্ষার্থীদের সমাগম ঘটে কলেজ প্রাঙ্গনে। তারা তাদের আবেগ অনুভৃতির কথা জানিয়ে স্মৃতিচারণ করেন ছাত্র জীবনের কথা।

দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নিয়ে পুরনো বন্ধুদের সাথে নিয়ে ক্যামেরাবন্দী করছেন অনেকে। কেউবা সেলফি তুলছেন সাবেক বন্ধুদের নিয়ে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব আমেজে ভড়ে উঠে ক্যাম্পাস প্রাঙ্গন।

সকালের নাস্তা, দুপুরের খাবার চা, কফি খেয়ে নেচে গেয়ে সারাদিন কাটায় অনুষ্ঠানে আসা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে র‌্যাফেল ড্র ও স্থানীয় ও দেশ বরেন্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।