অনলাইন ডেস্ক : ভারতে মেট্রোরেলের নির্মাণাধীন একটি পিলার ধসে পড়েছে। এতে এক মা ও তার আড়াই বছরের শিশু সন্তান মারা গেছে। এ সময় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও তাদের আরও এক সন্তান। খবর এনডিটিভি।

১০ জানুয়ারি, মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর নাগাভারা এলাকার কল্যাণনগর থেকে এইচআরবিআর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, বেঙ্গালুরুর নাগাভারা এলাকার ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বাবা লোহিত, মা তেজস্বিনী এবং যমজ সন্তান (এক ছেলে ও মেয়ে)। এ সময় হঠাৎ মেট্রোরেলের নির্মাণাধীন একটি পিলার তাদের ওপর ভেঙে পড়ে। এতে তারা চারজনই আহত হন। পড়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে মা ও ছেলে সন্তানের মৃত্যু হয়। বাবা ও মেয়ের অবস্থাও আশঙ্কাজনক।

বেঙ্গালুরু ইস্টের ডিসিপি ভীমশঙ্কর বলেছেন, সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের আলটিয়াস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মা ও ছেলেকে বাঁচানো যায়নি।

এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে মেট্রোরেলের নির্মাণকাজ দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

ডিসিপি ভীমশঙ্কর আরও বলেছেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পিলারটি কিভাবে ভেঙে পড়েছে তার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন।