কাফি খান : মুক্তাগাছায় উপজেলা পর্যায়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকালে স্থানীয় আর কে সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন ক্রীড়া আমাদেরকে শারীরিক ও মানষিক ভাবে উদজীবিত করে,আমাদের ছেলে মেয়েদের ক্রীড়ার প্রতি উৎসাহ বৃদ্বি করতে হবে।

এ সময় মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু প্রমুখ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।