শফিউল আলম লাভলু: শেরপুরের নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তাদেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ প্রমুখ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি ভূমি কর্মকর্তা মো. হযরত আলী।