ফেরদৌস আলী : শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১২ই জানুয়ারী) পৌরসভার জালকাটা মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে শেরপুর , জামালপুর , নেত্রকোনা সহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার জেলার ৬০টি ঘোড়া অংশ নেয়।
জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব, শেরপুর জেলা পরিষদ সদস্য মাহমুদুল হাসান মুক্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ, গোশাইপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, কুড়িকাহনিয়া ইউপি ফিরুজ খান নুন,গড়জরিপা ইউপি চেয়ারম্যান আঃ জলিল,উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আসাদুল, যুবলীগ নেতা আঃ বাতেন, পৌর কৃষক লীগ সভাপতি মনোয়ার হোসেন যুবলীগ নেতা সুজন রেজা, কমিশনার ফারুক, বাদল, সাহেব আলী, খোকন সহ আরও অনেকে।
আয়োজক কমিশনার রাকিবুল ইসলাম রাসেল ও নওশেদ আলী জানান, যুব সমাজকে মাদক মুক্ত রাখতেই এ উদ্যোগ।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার মোঃ নাজু মিয়া ২য় হয়েছে সাইফুল ইসলাম । প্রতিযোগিতা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।