ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সংসদ সদস্যর উদ্যোগে প্রায় ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এর ব্যক্তিগত তহবিল থেকে ৫শতাধিক বীর মুক্তিযুদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় ভালুকা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, বিল্লাহ হোসেন, নাজিম উদ্দিন, আঃ খালেক, জহির উদ্দিন ঢালী ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যায়ক্রমে মোট এক হাজার কম্বল বিতরণ করা হবে।