স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন রিয়াজুল কবির মোঃ মামুন।

দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন কারাগারে থাকায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবির মোঃ মামুনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করেছেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদল আনন্দ মোহন কলেজ শাখার মাধ্যমে মামুনের রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন,জেলা যুবদলের চলমান কমিটির সিনিয়র সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছিলেন।

যুবদলের সাংগঠনিক নিয়মানুযায়ী সভাপতি রোকন কারাগারে থাকায় মামুনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।