ফেরদৌস আলী : শ্রীবরদীতে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় টেংগারপাড়া উচ্চ বিদ্যালয় ভেন্যুতে উপজেলার সিংগাবরুনা, রাণীশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিরা অংশগ্রহণ করে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সিংগাবরুনা ইউনিয়ন চেয়ারম্যান মো. ফখরুজ্জামান, রানীশিমুল ইউনিয়ন চেয়ারম্যান মো. আ. হামিদ সোহাগ, কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হামিদ উল্লাহ তালুকদার, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম শাহিন, একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় ৪ টি ভেন্যুতে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।