অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক (৩০) নিহত হয়েছেন। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (২২ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টায় মৃত ঘোষণা করেন ঘোষণা করেন।
ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা রিকশাচালক রুবেল বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পাই। পরে আমি তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এটা ছিনতাই না অন্য কোনো ঘটনা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।