স্টাফ রিপোর্টার : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর বড় পুকুরপাড় নামকস্থানে পার্কিং করা বালু বুঝাই ট্রাকে ঢাকাগামী অপর একটি ট্রাকের ধাক্কায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো তিনজন আহত হয়েছে। ত্রিশাল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর বড়পুকুর পাড় নামকস্থানে মহাসড়কের পাশে পার্কিং করা বালু বুঝাই ট্রাকে ঢাকাগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারীসহ দুইজন নিহত হয়।

নিহত পথচারী মিলন মিয়া (২৪) উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। সে স্থানীয় একটি ইট ভাটার শ্রমীক বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। নিহত অপরজন ট্রাক হেলপার (৪০) অজ্ঞাতনামা ঘটনাস্থলেই নিহত হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে তবে নিহত ট্রাক হেলপারের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।