ফুলবাড়িয়া সংবাদদাতা : জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ রামনগর (উত্তর) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ, কে, এম এড. শামসুল হুদা সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ইমদাদুল হক সেলিম।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া পৌর মেয়র আলহাজ¦ মো. গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, প্রধান শিক্ষক এ,টি,এম, দেলোয়ার হোসেন, সংগীতা রানী, শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এড. ইমদাদুল হক সেলিম বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
বিশেষ অতিথি হারুন অর রশিদ বক্তব্যে বলেন, কৌশলী ও যোগ্য পরিচালনায় বিদ্যালয়টি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তিনি সুশৃঙ্খলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করেন।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।