মোঃ সোহরাব উদ্দিন খান : ময়মনসিংহ জেলায় উচ্চ শিক্ষা প্রসারে বেসরকারী উদ্যোগে পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অফ বিজনেস সাইন্স এন্ড টেকনোলজি (সিবিএসটি) নবাগত বিবিএ,সিএসই এবং এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন নগরীর অ্যাড. তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৯ ফেব্র“ারি সকালে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি নবাগত শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনের মাধ্যমে দেশের উন্নয়নের অংশ নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। সিবিএসটি ময়মনসিংহের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোস্তফা নূর এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিবিএসটি গভর্নিং বডির চেয়ারম্যান মোঃ কামরুল হাসান মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভান্সড ফাউন্ডেশন বাংলাদেশ (এএফবি) এর চেয়ারম্যান ডাঃ মোঃ হাসানুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম স্ট্রাকচার বিভাগের বিভাগীয় প্রধান ও এএফবি এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ আলী আশরাফ, এএফবি এর ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবু জাফর মোঃ মোসলেউদ্দিন, এএফবি এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ ওসমান গনি।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী প্রফেসর কবি ও লেখক আল মাসুদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফবি এর পরিচালক ড. মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক একেএম আতাউর রহমান, পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, পরিচালক কামরুন নাহার প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকগণকে শিক্ষক সম্মাননা স্মারক প্রদান করে ভূষিত করেন। সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ এরশাদুল হক ও প্রফেসর মোঃ আব্দুল হাই, ঢাকা'র কবি নজরুল সরকারি কলেজের প্রফেসর ড. হারাধন সরকার, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খাইরুল ইসলাম রুবেল এবং জামালপুর আশেক মাহমুদ সরকারি কলেজের প্রফেসর মোঃ আব্দুল হামিদ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।