স্টাফ রিপোর্টার : মনের জন্য যেমন আনন্দ,শরীরের জন্য তেমনি খেলাধুলা,মূলত প্রতিযোগিতার মাধ্যমেই বিকাশ ঘটে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার,যা প্রতিযোগির পাশা পাশি দর্র্শক চিত্তে আনন্দ সঞ্চারিত করে।

কোমলমতি শিশুদের হাতে মোবাইল না দিয়ে তাদেরকে খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে বলে মন্তব্য করেন ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন।

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা,ক্রীড়া,সংস্কৃতি এবং বিষয় ভিত্তক কুইজ প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিনসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং সিটি করর্পোরেশনের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।