=এম.টি.আই সূরুজ=
এক রাশে সজিবের প্রেম
কখনো আজ,
তোমাকে আমি ভূলতে পারিনা।
হয়তো স্বপ্ন গোলো,
পড়ে মনে,
কত বছর কেটেগেল ভূবনে।
হয়তো আজ তোমার সাথে,
হবে না আর আমার দেখা পথে,
এক দিন সব টুকু ভূলে,
এক রাশে তাই তো ডাক দিলে,
অতীতের প্রতি মোর মূল্য নেই।
শিলা তুমি তিক্ত ভূমি নির্জনমে,
এক রাশে সজিবের প্রেমে,
চলেগেলে বুক ছুড়ে।
কত অভিমান দীর্ঘ শ্বাস পুরে,
সর্বহারা তোকে নিয়ে,
অভিশপ্ত ভোরের বেপরোয়ার ভয়ে।
রাজধানী নগর রেস্তোরা,
তবু যে ভালোবাসি নিশি তাঁরা,
জানলে না তা তুমি কেমনে,
পুরোনো প্রেমের স্মৃতি গোলো।
আমার হৃদয়ের ফুল দানি,
তুমি আমার জীবনের দেহ খানি,
এক রাশে সজিবের প্রেমে,
এত টুকু প্রেম এত টুকু বুক ভরা।
কিছু কথা কিছু অভিমান জমে,
আনন্দ হারা বোরহানের অতিথির ডাকে,
অতি সুখে তার মন ভালোনেই।
কুরকুড়ে কোথায় যাবে,
সব টুকু কথা তোমাকে,
আমি বলতে পারিব না,
একরাশে সজিবের প্রেম।








