মো: আ: হামিদ: ‘মোর লাগি করিওনা শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক’ এ প্রবাদ বুকে ধারন করে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আহমেদ পলি এর বিদায় সংবর্ধনা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাব মধুপুর শাখার আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা (পিআইও) এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব আল রানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) গোলাম মাছুম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, সার্কেল অফিসার এএসপি কামরান হোসেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল, উপজেলা সি. মৎস্য কর্মকর্তা আঃ রাশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রেসক্লাব মধুপুরের সাংবাদিক বৃন্দ।