ডেস্ক রিপোর্ট : ভারতে চলছে বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতার আসর। টুর্নামেন্টের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্টে বিভিন্ন দেশ থেকে আসা মোট ১৯টি জুটি অংশ নেয়। যেখানে স্কোরের দিক থেকে এগিয়ে থাকা শীর্ষ আট জুটি ফাইনাল রাউন্ডে খেলেছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্বকাপ শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের দুই জুটি। দুই জুটিই হতাশ করে বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকে।
তবে বাংলাদেশের কলি হাসান ও রাব্বি হাসান মুন্না জুটি ৬২৬ স্কোর করে ১৪ তম স্থান অর্জন করেছেন। আর ৬২৩.৪ স্কোর গড়ে ১৮তম হয়েছে তাবাসসুম নাতাশা ও রবিউল ইসলাম জুটি।
মিশ্র বিভাগে সাফল্য ধরা না দিলেও ব্যক্তিগত ইভেন্টে কলি হাসানের উপর প্রত্যাশা ব্যাপক।