গোলাম রব্বানী টিটু : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে ।
সোমবার সকালে ২০২৩/২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্যে ১২শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএফপি ও ১০ কেজি করে পটাশিয়াম প্রত্যেক কৃষককে বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক চাঁন কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করেন। নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।