মোহনগঞ্জ প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আব্দুল মমিন স্মৃতি পরিষদের উদ্যোগে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ৩৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি
আব্দুল কাদের চৌধুরী গোলাপের সভাপতিত্বে, স্কুল শিক্ষক সৈয়দ মো. ইউসুফ আলী ও স্কুল শিক্ষক বিকাশ সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. আব্দুল হান্নান রতন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী মো. শামছুর রহমান মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান , অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু বিমল চন্দ্র পাল, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।