অনলাইন ডেস্ক : পাবলিক প্লেসে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

ঢাকার ইন্দিরা রোডের বাসিন্দা শবনম ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সারাদেশের সব মসজিদ, অফিস, আদালতপ্রাঙ্গণ, ঈদগাহ, পাবলিক প্লেস, নদীবন্দর, রেলওয়ে স্টেশন, মার্কেট, বিমানবন্দর, টুরিস্ট স্পট অ্যান্ড রিসোর্স, স্কুল-কলেজ-মাদরাসা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য নিরাপদ পৃথক নামাজের স্থান রাখার কথা বলা হয়েছে।

যেখানে নির্মাণের প্রয়োজন সেখানে নামাজের স্থান নির্মাণের জন্য অনুরোধ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৪০ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে বলা হয়েছে।