অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণির এক ছাত্রী। এ সময় তাকে দেখে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক আবু সাইদ মণ্ডলের ছেলে আশিক (১৮)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় ইউপি সদস্য শাহিন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার খাষকাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অনশনে থাকা ছাত্রী জানান, ২০২২ সালে জেএসসি পরীক্ষা দিতে গিয়ে আশিকের পরিচয় হয়। মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করবে বলে প্রতিশ্র“তি দিয়ে শারীরিক সম্পর্ক করে। আমাদের বিষয়টি দুই পরিবারের লোকজনই জানে। কিছুদিন ধরে আশিক আর আমার সঙ্গে যোগাযোগ করছে না।
নিরুপায় হয়ে বিয়ের জন্য আশিকের বাড়িতে এসেছি। আমাকে দেখে আশিক বাড়ি থেকে পালিয়ে গেছে।
এ বিষয়ে চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।