অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে ধানখেত দেখতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুর ৩টায় সাপের কামড়ের পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মণ্ডলিয়াপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে আয়নাল হক (৩৮)।

জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে আয়নাল তার ধানখেত দেখতে যান। এ সময় বোরো খেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে তাকে দ্রুত বারমারী খ্রিস্টান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আয়নাল হকের মৃত্যু হয়।