কটিয়াদী সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত প্রায় এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর কুটিরবিল এলাকায় গিয়ে এসব জাল জব্দ করে।
জালের মালিক তল্লাশি করলে কেউ মালিকানা স্বীকার করেনি। এগুলো জব্দ করে উপজেলা পরিষদের পুকুর পাড়ে এনে আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, অল্প কিছুদিন পরই মাছের প্রজনন শুরু হবে। এসব অবৈধ জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করতে প্রচার প্রচারনার পাশাপাশি আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে চায়না দুয়ারী এবং কারেন্ট জাল যেখানেই পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।