স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় ১৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কৃষক গ্রুপের কংগ্রেস বা কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের অর্থায়নে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা’র সঞ্চালনায় কৃষক সম্মেলনে বক্তব্য রাখেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার।

আলোচনা সভার পরে উপজেলার সকল সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণীদের হাতে জেলা ব্যান্ডিং পণ্য তুলশীমালা চাল ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত সকল কৃষক-কৃষাণীর মাঝে অপ্রচলিত ফসল হিসেবে পরিচিত গাছ আলুর বীজ তুলে দেওয়া হয়।