ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন প্রদর্শন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১০ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৌরসভা ব্লকের জোরবাড়ীয়া উত্তরপাড়া ২০২২-২৩ অর্থ বছরের রোপা আমন প্রদর্শনী মাঠ দিবস প্রদর্শনী করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা।

এসময় উপস্থিত ছিলেন, তৈল, বীজ মনিটরিং অফিসার মো. খাইরুল আমিন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা রুবিনা ইয়াসমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু রায়হান, উপসহকারী কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, পাঁচ একর প্রদর্শীর সভাপতি মো. নজরুল ইসলাম খান প্রমূখ।