গোলাম রব্বানী টিটু: শেরপুর জেলার ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রতিদিন ৩০ জন করে ১৫০ জন কৃষক/ কৃষাণী ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে।

সোমবার এ প্রশিক্ষণ সমাপ্তি হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

রোববার ৪র্থদিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, ও দিলরুবা আখতার কৃষকদের উদ্দেশ্যে ফসল উৎপাদনের লক্ষ্যে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে প্রতিদিন ৩০জন কৃষক/কৃষাণীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন ।