মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতি রোধ ও যাত্রিদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রক্তিপাড়া-নরকোনার মধ্যবর্তী স্থানে স্থানীয় চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন ।

জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী থেকে মধুপুর পৌর শহরের নরকোনা পর্যন্ত ফাঁকা জায়াগাগুলোতে মাঝে মধ্যেই ডাকাতি সংঘটিত হয়ে থাকে।

ওই ডাকাতি রোধ করার জন্য চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেয় জেলা পুলিশ। শনিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজনছরোয়ার আলম খান আবু, মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন, পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন প্রমূখ।