গোলাম রব্বানী টিটু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ঈদে-ই-মিলাদুন্নবী বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ নভেম্বর সকালে হাসপাতালের সামনে থেকে ঝিনাইগাতী আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও ইসলামী ছাত্র সেনার আয়োজনে এক র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় নেতৃত্ব দেন সভাপতি মৌ: মোহাম্মদ আলী আল-মোজাদেদী ও সাধারণ সম্পাদক পীরজাদা ইয়াকুব আলী বুলবুল আল-কাদরী। এই প্রথম উপজেলার সদরে জাকজমক পূর্ন ভাবে ৮টি গেইট করে ১২ ই রবিউল আওয়াল জশনে জুলুশে ঈদ-ই- মিলাদুন্নবী ঝিনাইগাতী উপজেলায় পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালন করা হলো।