ধোবাউড়া প্রতিনিধি : ধোবাউড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় কৃষকদের কমন ইন্টারেস্ট গ্রুপের (সিআইজি) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কংগ্রেসে উপজেলার সিআইজি সমিতিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫০জন কৃষক উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউজ্জামান।
কৃষির আধুনিকায়ন ও সঞ্চয়ের মাধ্যমে প্রান্তিক কৃষকদেরকে সাবলম্বী করার উদ্দেশ্যে কমন ইন্টারেস্ট গ্রুপগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল।