স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ময়মনসিংহের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের কম ভাগ্যবানদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর পন্ডিত পাড়ায় এলাকায় এই ঈদ সামগ্রী বিতর করা হয়।
এসময় এপেক্স ক্লাব অব ময়মনসিংহের সভাপতি এপে: এম এ কাইয়ুম , এপেক্স বাংলাদেশের লাইফ গর্ভনর এপে: আশরাফুল হক মানিক, এপেক্স বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক এপে: রেজাউল করিম মো: মাসুদ, এপেক্স বাংলাদেশের জেলা গর্ভনর-১ এপে: ডা: আশিকুর রহমান, ক্লাবের সেবা পরিচালক এপে: ডা: অমিত মজুমদারসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রায় দেড় শতাধিক ব্যক্তির মাঝে এই ঊদ উপহার বিতরন করা হয়। উপহারের মাঝে ছিল পোলাও চাল, তৈল,চিনি,সেমাই,দুধ,মসলাসহ অন্যান্য সামগ্রী।

এছাড়াও জেলার নান্দাইল উপজেলায় এপেক্স ক্লাব অব ময়মনসিংহের সহযোগীতায় গড়ে উঠা মাতৃছায়া বৃদ্ধাশ্রমের সদস্যদের জন্য পোলাও চাল,মাংস, তৈল,চিনি,সেমাই,দুধ,মসলাসহ অন্যান্য নিত্যপণ্য প্রদান করা হয়।








