=আকিব শিকদার=

নাটাইয়ের আধিপত্য ভালো লাগতো না ঘুড়িটার।

সে চাইতো আকাশে আকাশে

মুক্ত জীবন।

নাটাই চাইতো ঘুড়িটা থাক

অনুকুলে; কারণে অকারণে মানুক বশ্যতা।

এই নিয়ে শুরু হলো দ্বন্দ, যেন বন্ধন

ছিন্ন করতে পারলেই বাঁচে।

যেদিন ছিঁড়লো সুতা, ঘুড়িটা মুখ থুবড়ে

পড়লো নর্দমায়। আর নাটাইয়ের স্থান

লাকড়ি রাখার ঘরে।

তালাকনামায় সাইন করে দু’তলার সুখি দম্পতিরা

এখন যেন নাটাই ঘুড়ির গল্পটারই প্রতিচ্ছবি।