আবুল কালাম আজাদ : চাঁদ দেখা যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ১৫টি গ্রামের মানুষ পৃথক পৃথক তিনটি স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার, মহাদান ইউনিয়নের উচ্চগ্রামও বনগ্রামসহ তিনটি স্থানে ৩শতাধিক নারী,পুরুষেরা এ জামাত আদায় করেন।
দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাওলানা আজিম উদ্দিন মাস্টারবাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৮টায় এ নামাজ আদায় করেন।এতে ঈদুল ফিতরের নামাজে ইমামমতি দায়িত্ব পালন করেন মাওলানা আজিম উদ্দিন মাস্টার।
মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে উপজেলার শতশত ধর্মপ্রাণ মুসলিমেরা নামাজ আদায় করেন।