ময়মনসিংহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকল ৮টা ৪৫ মিনিটে। ঈদের জামাতে অংশগ্রহণ করতে সকাল থেকে মানুষের ঢল নামে। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ, মানুষের কল্যাণ ও বিশ্বশান্তির প্রত্যাশায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদের নামাজ পড়ান মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। নামাজে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানসহ প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়াও ময়মনসিংহের প্রায় দুই হাজার স্থানে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ। জেলার সর্বত্রই ঈদের জামাত আদায় করতে দলে দলে যোগ দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।