কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ৮টি কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
এ বছর কেন্দুয়া উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪ হাজার ৬ শত অংশগ্রহণ করবে।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন, ৪ টি কেন্দ্র হচ্ছে এসএসসি সাধারণ পরীক্ষার্থীদের, ২ টি মাদ্রাসা এবং কারিগরী শাখার ২ টি কেন্দ্র মিলে মোট ৮ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ সব কেন্দ্রের সকল কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, রবিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য মেডিকেল টিমসহ সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা রাখি।