অনলাইন ডেস্ক :শুধু ঢাকা জেলায় নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ঢাকা জেলায় নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ অফিসে রোববার সকাল থেকে শুরু হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত হজযাত্রীদের নামসহ দিয়ে দেওয়া হয়। ঢাকার বাইরে জেলা পর্যায়েও প্রশিক্ষণ চলবে বলেও জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।