কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় মোট ৪৭৬৫ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ১ম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৫৪ জন অনুপস্থিত।

এছাড়া শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এস এস সি ও সমমানের ১ম দিনের পরীক্ষা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ উপজেলায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৩৮৫ জন তার মধ্যে অনুপস্থিত ২জন, বেখৈরহাটি নরেন্দ্র ক্লান্ত উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৮০ জনের মধ্যে অনুপস্থিত ২জন, আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউটে ৮৭৯জন অনুপস্থিত ৮জন, সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬৬৯ জনের মাঝে অনুপস্থিত ৬জন, কেন্দুয়া আশরাফিয়া হোসাইনিযা দাখিল মাদ্রাসায় ৪৩৫জনের মাঝে অনুপস্থিত ১৪জন, ভরাপাড়া কামিল মাদ্রাসা ৩৮৯জনের মাঝে অনুপস্থিত ১৯ জন, আশুজিয়া বানেটেক কারিগরি স্কুল এন্ড কলেজে ১১৯জনের মাঝে অনুপস্থিত ২জন এবং রায়পুর পিজাহাতী দাখিল মাদ্রাসায় ৩০৯ জনের মাঝে অনুপস্থিত ৩জন।

জয়হরি,সায়মা শাহজাহান সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা অনিমেষ সোম, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম প্রমুখ।