শফিউল আলম লাভলু : সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় রোববার (৩০এপ্রিল) শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষা ৩৪৭৪জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৮জন পরীক্ষার্থী। এবছর ৫টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের মোট পরীক্ষার্থী ছিলেন ১৩৯৯জন, অনুপস্থিত ৬জন, কারিগরি ও দাখিল ভোকেশনালে ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২জন। গনপদ্দী উচ্চ বিদ্যালয়ে ৫৫২জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩জন, চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের ৪৫২জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২জন, গৌড়দ্বার দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৪৮৪জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯জন।
নকলা শাহরিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে দাখিলে কোরআন মাজিদ পরীক্ষায় ৬২৫জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৬জন।