আবুল কালাম আজাদ : বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষা আশানুরূপ না হওয়ায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী।

তিনি জামালপুর সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১ মে) সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামের নিজবাড়ির শয়নকক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থী বুশরা বরকত উল্লাহ বর্ষা বাশঁচড়া ইউনিয়নের বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বরকত উল্লাহর মেয়ে।

পরিবার ও সহপাঠী সূত্র জানায়, মেধাবী শিক্ষার্থী হিসেবে বুশরার সকলের কাছেই পরিচিতি ছিলো। রবিবার এসএসসি পরীক্ষা শেষে বেরিয়ে তার সহপাঠীদের তিনি জানিয়েছেন, পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেননি।

সহপাঠীরা আরও জানান, তাঁরা একসাথে কুমারিয়া থেকে অটোরিকশাযোগে উপজেলার নান্দিনা নেকজাহান গার্লস স্কুল এন্ড কলেজে পরীক্ষা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে একসঙ্গেই বাড়ি ফেরে তাঁরা।

পরীক্ষা খারাপ হওয়ায় রবিবার থেকেই বুশরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সকালে মা ও বড়বোন রান্নাকাজে ব্যস্ত থাকায় শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বুশরা।

সদর থানা ওসি কাজী শাহনেওয়াজ জানান, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।